• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন, তখন ওইদিন সন্ধ্যায় সদর থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরীর মাঠের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর যেসব স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট