• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জামায়াত নেতাকে নির্যাতন, সাবেক অতিরিক্ত ডিআইজির নামে মামলা

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১
জামায়াত নেতাকে নির্যাতন, সাবেক অতিরিক্ত ডিআইজির নামে মামলা
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জামায়াত নেতাকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি, থানার তৎকালীন ওসিসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি ৪নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খন্দকার মনির আজম মুন্নুর ছেলে খন্দকার ফয়সাল বিন মনির।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল করিম হোয়াইট, তার ভাই জুয়েল চৌধুরী, হিমেল চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ, বালিয়াকান্দি থানার তৎকালীন ওসি জাহিদুল ইসলাম।

এ বিষয়ে মামলার বাদী খন্দকার ফয়সাল বিন মনির বলেন, ‘আমার বাবা খন্দকার মনির আজম মুন্নু রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, জেলা জামায়াত ইসলামির সদস্য, উপজেলা জামায়েতের সাবেক সেক্রেটারি ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। ২০১৬ সালের ২২ এপ্রিল তাকে থানায় ধরে নিয়ে নির্যাতন করে পুলিশ। এ সময় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায় করে আসামিরা। ওই সময় মামলা করতে না পারলেও দেশের পরিস্থিতি ভালো হওয়ায় এখন আদালতে মামলা দায়ের করেন।’

মামলার বাদী পক্ষের আইনজীবি রাজবাড়ী বারের অ্যাডভোকেট এস এম শাহারিয়ার জামান রাজীব বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই, ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডিআইজি আলমগীর
উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন, জামায়াত নেতার হুঁশিয়ারি
ডাকাতি রুখতে সবার সহযোগিতা প্রয়োজন: ডিআইজি আলমগীর
যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে: গোলাম পরওয়ার