মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২৪ এএম


মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে 
ছবি : আরটিভি

টাঙ্গাইলের মির্জাপু‌রে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিউলি আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক স্বামী শরিফুল ইসলাম। পরে তা‌কে উদ্ধার করে কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

শিউলি আক্তার মির্জাপু‌রে স্কয়ার ফার্মা‌সিউটিক‌্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাকশন বিভা‌গের সহকা‌রী টিম লিডার হি‌সেবে কর্মরত ছিলেন। আর স্বামী শ‌রিফুল ওই কোম্পানির ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গের সি‌নিয়র সহকা‌রী ফিটটার হি‌সে‌বে কর্মরত।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, ‘রা‌তে তারা স্বামী-স্ত্রী কর্মস্থল থে‌কে মোটরসাইকেলে করে বাসায় যা‌চ্ছি‌লেন। এ সময় মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি আক্তার মারা যান। এতে গুরুতর আহত হন তার স্বামী। তা‌কে উদ্ধার ক‌রে কুমুদিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।’  

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission