কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন, কুচক্রীদের অপপ্রচারের নিন্দা
কুমিল্লার মুরাদনগরে শিক্ষানুরাগী হিসেবে পরিচিতি আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, রামচন্দ্রপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী রামচন্দ্রপুর মোল্লা দারুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালিয়ে আসছে, যা মিথ্যা ও বানোয়াট।
তারই প্রতিবাদের এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অপপ্রচারকারী শাহ আলমের দ্রুত বিচার দাবি করেন।
বক্তব্য রাখেন অধ্যাপক আ. মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরী, রামচন্দ্রপুর রামকান্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আকাব্বরের নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফেজিয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোস্তফা কামাল, রামচন্দ্রপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাবুলসহ আরও অনেকে।
মন্তব্য করুন