• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় বিজিবির উদ্যোগে কৃষকের মাঝে ধানের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৫
কুমিল্লায় বিজিবির উদ্যোগে কৃষকের মাঝে ধানের চারা বিতরণ
ছবি : আরটিভি

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বিবিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।

এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৫০০ আঁটি ইরি-২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।

তিনি বলেন, ‘কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লা জেলার কোতোয়ালী সদর উপজেলার বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এ সামান্য সহযোগিতা করা হয়েছে। এর আগে বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ও আমরা ত্রাণ বিতরণ করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তরা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়েও আমরা যথেষ্ট সচেতন রয়েছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নব্য দখলদারদের পরিণতিও হাসিনার মতো হবে: আবু হানিফ
কুমিল্লা-ফরিদপুর বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন
৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক 
বিজয় দিবসে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিন্ন আয়োজন