• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক র‍্যাবের হাতে গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৩
ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক র‍্যাবের হাতে গ্রেপ্তার 
ছবি : আরটিভি

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ঘাতক আলী হোসেন কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার ৩টার দিকে টেকনাফ পর্যটন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী হোসেন (২৩) রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার নূরুল হকের ছেলে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

র‍্যাব জানায়, গত ১৬ জুলাই রামুর চেইন্দা খোন্দারপাড়ায় বাবুল হোসেনের ছোট ভাই নিয়মিত মাদক সেবনে অভ্যস্ত। ঘটনার দিন ঘাতক আলী হোসেন চেইন্দা স্টেশনে মাদক সেবনের পর মাতলামি করতে দেখে বড় ভাই বাবুল হোসেন তাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে। পরে বড় ভাই বাবুল হোসেন একা বাড়ি ফেরারপথে অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আত্মগোপনে চলে যায় আলী হোসেন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব উক্ত হত্যাকাণ্ডের পরবর্তী ছায়া তদন্তসহ ঘাতককে গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের পর্যটন বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘাতক আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক আলী হোসেন তার আপন বড় ভাই বাবুল হোসেনকে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকার করে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা
মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার