যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের ঝিকরগাঝা ও কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
জানা যায়, যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার পারবাজার এলাকায় ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন চালিত ভ্যান অপু দাস নিহত হন। নিহত অপু ঝিকরগাছার কাউরিয়া গেট এলাকার স্বপন দাসের ছেলে।
অপরদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের আলতাপোল তেইশ মাইল বুজতলা এলাকায় সাতক্ষীরাগামী একটি পরিবহন মোশাররফ হোসেন ও রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে আহত করে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন মারা যান। মোশাররফ হোসেন উপজেলার আলতাপোল গ্রামের মৃত শের আলি দফাদারের ছেলে।
আরটিভি নিউজ/এমকে
মন্তব্য করুন