• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ভোলায় পুলিশের ২ ওসিসহ ৪ কর্মকর্তা বদলি

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১
ভোলায় পুলিশের ২ ওসিসহ ৪ কর্মকর্তা বদলি
ছবি : সংগৃহীত

ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন ও দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেলসহ জেলা পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে ভোলা জেলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক।

আদেশে বলা হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. এনায়েত হোসেনকে ডিবি শাখা থেকে বদলি করে ভোলা পুলিশ লাইন্সের লাইন ওয়ারে যুক্ত করা হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেলকে পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) হিসেবে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. জিল্লুর রহমানকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মো. ইকবাল হোসেনকে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) হিসেবে বদলি করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলিচাপায় পুলিশ কনস্টেবল নিহত
জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান: পুলিশ
ডাকাতের হাতে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ