• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন।

সজল আহম্মেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগরের মেসার্স জহির ট্রেডার্স নামক এক বিএডিসি সার ডিলারের দোকানে তদারকীকালে সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকা বস্তার টিএসপি সার ১ হাজার ৯৪০ টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অন্য সারও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, ক্রয়-বিক্রিয়ের রসিদ যথাযথভাবে না রাখা, সেলফে ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রেখে বিক্রি সত্যতা মেলেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

অভযিানে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
চুয়াডাঙ্গার দুটি কেন্দ্রে আটক ৩, একজনের কারাদণ্ড
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২