• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নিতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১
ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শিতলীঘাট এলাকার ভড়কা দাঁড়া থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে।

আটক সানাউর (৩৫) উপজেলার নিতপুর শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে সানাউর (৩৫) এবং শিতলী গ্রামের সাইফুলের ছেলে শম্ভু (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানাউর ও শম্ভুসহ কয়েকজনের একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভোরে গরু নিয়ে আসার সময় ২৩০ নম্বর মেইন পিলারের শিতলীঘাট এলাকায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সানাউর ও সম্ভুকে আটক করে ধরে নিয়ে যায়। আটককৃতদের হরিসচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি। তবে তারা সীমান্তে রয়েছেন। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের সঙ্গে বসলে আসল ঘটনা জানা যাবে।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ
সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা
কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে উত্তেজনা বাড়ছে