এসি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীর বাড়িতে এসি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মিস্ত্রির আরেক সহযোগী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে।
জানা গেছে, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব জানান, আমার ভাতিজা পরিবারের একমাত্র উপার্জনকারী। ৪ বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মাসহ তিন বোন রয়েছে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি নিউজ/এএএ
মন্তব্য করুন