কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান। এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক সোহাগ হাওলাদার শরীয়তপুরের পালং উপজেলার বেড়াচিকান্দি গ্রামের মুলাই হাওলাদারের ছেলে।
মাহফুজুর রহমান বলেন, গত ৬ আগস্ট সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এ পরিস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদার জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান কোনাবাড়ী থানায় মামলা করেন। র্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। র্যাব গোপন সূত্রে জানতে পারে ওই মামলার এজাহারনামীয় ৫৭ নম্বর আসামি সোহাগ হাওলাদার ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে কোনাবাড়ী থানায় সোপর্দ করে।
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৫) শ্রীপুরের টেংরা বাজার থেকে এবং মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইকবাল হোসেনকে (৩৮) একই উপজেলার রাজেন্দ্রপুর থেকে গ্রেপ্তার করেছিল র্যাব।
আরটিভি/এফআই
মন্তব্য করুন