• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় নদীভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার বিলীন

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০
ছবি : আরটিভি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহল বাড়িয়া এলাকায় পদ্মার ভাঙনে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার নদীগর্ভে বিলীন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টাওয়ারটি সম্পূর্ণ ভেঙে পড়ে নদীতে। তবে আগে থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়ায় বিদ্যুৎ সঞ্চালনায় কোনো প্রভাব পড়েনি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

টাওয়ারটি পদ্মায় বিলীন হওয়ার পরও বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানান এই প্রকৌশলী। তিনি বলেন, এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন বিকল্প হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর আগে পদ্মার ভয়াবহ ভাঙনে কুষ্টিয়া ও ভেড়ামারা উপজেলার কয়েক শ’ হেক্টর ফসলিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বসতঘর, কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কও।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ
কুষ্টিয়া মুক্ত দিবস পালিত