• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

হত্যা মামলায় সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৭
ছবি : আরটিভি

বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবর্ষণে শিক্ষার্থী হত্যার অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্যের পিএস সেলিম সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়গঞ্জ জেলার ফতুল্লার ড্রিম কনশেনশন হলের উত্তর মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম শিক্ষার্থী হত্যা মামলার ২৮নং এজাহারনামীয় পলাতক আসামি।

সেলিম সরকার বেলকুচি উপজেলার শেরনগর (কামারপাড়া) মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ্য সদস্য মমিন মন্ডলের পিএসের দায়িত্ব পালন করেছেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ৪ আগস্ট দুপুরে এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে এনায়েতপুরের মাধবপুর গ্রামের শফি মিয়ার ছেলে শিহাব হোসেন (১৯), গোপরেখী গ্রামের কুদ্দুস আলীর ছেলে হাফেজ মো. সিয়াম হোসেন (২০) ও খুকনী ঝাউপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে ইয়াহিয়া আলী (২০) নিহত হয়। নিহত সবাই শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তিনটি হত্যা মামলা করা হয়েছে।

কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ আরও জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ ও র‌্যাব-১১ অভিযানিক দল নারায়গঞ্জ থেকে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 
তাবলিগের দুপক্ষের সংঘর্ষ: ২৯ জনের নামে হত্যা মামলা
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার