• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১২

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হন তারা।

আহতরা হলেন- নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, মাসু বেগম, আনোয়ার দপ্তরী, সাব্বির, আমিনুল হক, দেলোয়ার, সিনথামনি, আরবী, সাদিয়া ও দ্বীপ মন্ডল। আহতরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহত বিল্লাল হোসেন বলেন, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের জমি থেকে হঠাৎ একটি শিয়াল এসে কামড়ে দেয়। আমাকে কামড় দেওয়ার পর শিয়ালটি একটু দূরে গিয়ে এক নারীকে কামড় দেয়। আমরা হাসপাতালে এসে দেখি অনেককেই শিয়ালটি কামড়ে দিয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার জানান, রাত ৮টা ৪০ মিনিট থেকে একে একে ১৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের পায়ে, উড়ুর অংশে কামড়ের ক্ষত ছিল। প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন করা হয়েছে। শিয়ালে কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোনো ঝুঁকি থাকে না।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল থেকে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ
হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
ডোবায় মিলল অজগর, অতঃপর...