• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি, জরিমানা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২১
ছবি : আরটিভি

চট্টগ্রামের চকবাজার এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, চকবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করার দায়ে কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আইনজীবী নিহত, কুবিতে বিক্ষোভ
বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আইনজীবী সাইফুল