ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি, জরিমানা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ০২:২১ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের চকবাজার এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, চকবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করার দায়ে কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |