• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭
মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রায়পুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে তার মৃত্যু হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান।

স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই গৃহবধূর বাড়ির সামনে তাকে ধাক্কা দেয়। এ সময় সড়কের ওপর পড়ে মারাত্মক আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, দ্রুতগতির একটি মোটরসাইকেল ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ বিষয়ে জিডি করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর মহড়া দেখতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা
স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুললেন স্বামী
রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত