• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৪
টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছালে মধুপুর থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোতে থাকা আরও ৩ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু