ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার উল্টে নিহত ১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেটকার উল্টে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রাইসুল ইসলাম দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে।
রাণীশংকৈল থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে এলে আচমকা চালক দ্রুতগতির গাড়িটিকে ব্রেক করার চেষ্টা করেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা।
আহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশাররফের ছেলে তন্ময় (১৮), ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২), হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫), হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০, হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া, দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল (১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।’
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন