• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই আসামির নাম ফিরোজ হোসেন (৩০)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার ধামরাই উপজেলার কুশিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর সিপিসি-৩-এর মানিকগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।

গ্রেপ্তার ফিরোজ ধামরাইয়ের কাছৈর গ্রামের মীর হোসেনের ছেলে। গত ৬ আগস্ট তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।

জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ধামরাইয়ের গাইরাকুল এলাকায় শুকুর আলীকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান ফিরোজ। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ৯ নভেম্বর ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোর চারটার দিকে ধামরাইয়ের কুশিয়ারা এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সম্মাননা
আন্দোলনে নিহত নুর আলমের পরিবারের পাশে কুড়িগ্রাম জেলা প্রশাসন
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আন্দোলনে নিহত পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা পাবেন যত