• ঢাকা রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১
logo

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিয়ের দাবিতে হাসান মিয়া নামে এক প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা থেকে খাগড়াছড়ি এসে তিনি অনশন শুরু করেন।

ভুক্তভোগী ওই তরুণী জানান, তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে হাসান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার কক্সবাজার নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন হাসান।

এরমধ্যে হাসান সৌদি আরব গেলেও তাদের প্রেমের সম্পর্ক চলমান থাকে জানিয়ে ওই তরুণী বলেন, এক বছর সৌদি থেকে গত কয়েক দিন আগে দেশে এসে ওই তরুণীকে সিলেট যাওয়ার প্রস্তাব দেন হাসান। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বিয়ের জন্য চাপ দিলে হাসান তা প্রত্যাখ্যান করেন। ফলে হাসানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।

হাসানের ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, একটি মেয়ে আমাদের বাসায় এসে আমার বড় ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানান। আমার ভাইয়ের এসব সম্পর্কের বিষয়ে আমরা অবগত নই।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন
টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রবাসীর স্ত্রীর অনশন
অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন চলছে
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’