• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০২
ছবি : আরটিভি

গাজীপুর মহানগরীর টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন আলী হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আমির হোসেনকে র‍্যাব-৪ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান। এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. আমির হোসেন (৩০) চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিণ মান্দারতলী গ্রামের তাজুল ইসলামের ছেলে।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান জানায়, গ্রেপ্তারকৃত আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র‍্যাব-৪ ও র‍্যাব-১০ যৌথ অভিযানে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার