• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮

দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সন্দলপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্দলপুর গ্রামের ধানখেত থেকে বিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম।

জানা যায়, ৩০ অথবা ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ সংস্কারে কী সুপারিশ দিয়েছে কমিশন
দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ, থানায় অভিযোগ 
কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্তারা
লক্ষ্মীপুরে ৩ পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা