• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন ইসলাম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) পশ্চিম সৈন্যের বাড়ি মালেক সওদাগর বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত অভিভাবক (পিতা) মোহাম্মদ ইসমাইল হোসেন।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বড় বোন ফারজানা ইসলাম মীম ও ছোট বোন রুমাইন ইসলামসহ আরেক শিশু মিলে বাড়ির পাশে খেলা করছিলেন। পরে পাশের পুকুরে নেমে গোসল করতে গিয়ে অসাবধানবশত পুকুরে দুই বোনেই ডুবে যায়। বিষয়টি দেখে অন্য শিশু চিৎকার করলে, তার চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা দেখে তাদের দুই বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা দুই বোনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারজানা ইসলাম মীমকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন রুমাইন ইসলামকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। চমেক হাসপাতালে অভিভাবকের সঙ্গে থাকা মো. মানিক এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামামদ মনির হোসেন বলেন, পানিতে পড়ে দুই শিশু মারা গেছে বলে শুনেছি। বাকিটা খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন: ডা. রফিক
কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার