• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঘোড়াঘাটে কুখ্যাত ৪ ডাকাতসহ ট্রাক জব্দ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৩
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নাম্বার প্লেটসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) ওরফে গাল কাটা কালু, কুমিল্লা জেলার সদরের রুবেল মিয়া (৩৬), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউসুব মিয়া (৪৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আল-আমিন (৩০)।

জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন মেসার্স বর্ণমালা ট্রেডার্সের ভুট্টা বোঝায় গুদাম ঘরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকে করে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চাপাতি ও কাতানী, লোহার রডসহ ৪ জনকে আটক করা হয়। ট্রাকে থাকা ডাকাত দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারি, তারা ট্রাকে করে দেশীয় অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালত থেকে পালালেন ডাকাতি মামলার আসামি
পুলিশে ফের বড় রদবদল
জুলাই বিপ্লবের চেতনা ও অতীত থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে: আইজিপি
ডাকাতি শেষে শিশু অপহরণ, ঘটনায় নতুন মোড়