• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

দিনমজুর খুন, নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯
দিনমজুর খুন, নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে
ছবি : আরটিভি

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুদিন পর বিল থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিজানুর রহমান মহিন (৫০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের বাবার নাম জানাতে পারেনি।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজী বাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহৃ থাকতে পারে। শরীর ফুলে যাওয়ায় সঠিকভাবে বোঝা যাচ্ছেনা। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনরা পুলিশকে অবহিত করেছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কেশুরাবগ এলাকার একটি বিলের মাঝখানে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নিহতের শ্বশুরবাড়ির লোকজন তাকে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভিকটিমের শশুরবাড়ি চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাদ্দার বাড়ি। কিছুদিন পূর্বে ভিকটিম তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী লিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর থেকে দেড় লাখ টাকা ধার নেয়। ওই টাকা এখনও পরিশোধ করা হয়নি। ভিকটিমের আত্মীয় স্বজনের ধারণা, টাকা-সংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিমকে মারধর করে বিলের মধ্যে লাশ ফেলে রাখা হতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ২
যশোরে স্কুলছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
আমগাছে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
নিজ ফ্ল্যাট থেকে নির্মাতার গলিত মরদেহ উদ্ধার