ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:৫৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও জমি দখলের বিরুদ্ধে সমাবেশ করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি। 

বিজ্ঞাপন

সম্প্রতি এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান। সমাবেশে সভাপতিত্ব করেন আল-মুজাহিদ মল্লিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম টিটু, মো. শাজাহান, মো. মোতালেব, মিজানুর রহমান, সেলিম ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শামীম ভূঁইয়া, রফিকুল ইসলাম, লতিফ মেম্বার, গোলজার হোসেনসহ সোনারগাঁ উপজেলা বিএনপি ও জামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁওয়ের মাটিতে কোন চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হবে না। বিএনপির সকল কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |