• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৭
শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় সাবেক ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেলে সাভার পৌর এলাকার নিউমার্কেটের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে।

‌র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় সাভার মডেল থানায় সাইদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। সেই মামলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় সাইদুল ইসলাম এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাবলিগের দুপক্ষের সংঘর্ষ: ২৯ জনের নামে হত্যা মামলা
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে খিচুড়ি পার্টি চেয়ারম্যানের, অতঃপর...
ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী রিমান্ডে