• ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
logo

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৩
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন
ছবি : সংগৃহীত

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের তিন বারের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া, হার্টের অসুখ ও ডায়াবেটিকসে আক্রান্ত হওয়ায় তাকে মাসখানেক আগে ঢাকার বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিনদিন আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট মেয়ে মোসা. ফারিহা মাহবুব।

পরিবারের তথ্যমতে, রোববার ঢাকা থেকে মরদেহ পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হবে। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সাবেক এ প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক নেমে এসেছে কলাপাড়ার রাজনৈতিক অঙ্গনে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার
সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের আগমনে খুশি ব্যবসায়ীরা
হাত-পা মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
পটুয়াখালীতে সেনা ক্যাম্পের ভেতরেই ভুয়া সেনাকর্মকর্তা আটক