• ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
logo

নারায়ণগঞ্জে মা ও মেয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৬
নারায়ণগঞ্জে মা ও মেয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জে আলোচিত মা রুমা চক্রবর্তী ও মেয়ে ঋতু চক্রবর্তী হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীল নামে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রক্ষের আইনজীবী আবদুর রহিম বলেন, শহরের নিতাইগঞ্জ এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে বহুতল ভবনের ষষ্ঠ তলায় স্ত্রী রুমা চক্রবর্তী ও একমাত্র মেয়ে ঋতু চক্রবর্তীকে নিয়ে বাস করতেন। ২০২২ সালের ১ মার্চ বিকেলে আল জুবায়েল স্বপ্নীল মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকেই ছুরি ও হাতে গ্লাভস পরা অবস্থায় স্বপ্নীলকে আটক করে পুলিশে দেয় জনতা। এ ঘটনায় নিহত রুমা চক্রবর্তীর স্বামী রাম প্রসাদ চক্রবর্তী বাদি হয়ে মামলা করেন। ২২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
হত্যা মামলায় আরও ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জে হাসিনা-শামীম ওসমানসহ ৩৬ জনের নামে হত্যা মামলা
কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার