• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে মা ও মেয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৬
নারায়ণগঞ্জে মা ও মেয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জে আলোচিত মা রুমা চক্রবর্তী ও মেয়ে ঋতু চক্রবর্তী হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীল নামে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রক্ষের আইনজীবী আবদুর রহিম বলেন, শহরের নিতাইগঞ্জ এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে বহুতল ভবনের ষষ্ঠ তলায় স্ত্রী রুমা চক্রবর্তী ও একমাত্র মেয়ে ঋতু চক্রবর্তীকে নিয়ে বাস করতেন। ২০২২ সালের ১ মার্চ বিকেলে আল জুবায়েল স্বপ্নীল মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকেই ছুরি ও হাতে গ্লাভস পরা অবস্থায় স্বপ্নীলকে আটক করে পুলিশে দেয় জনতা। এ ঘটনায় নিহত রুমা চক্রবর্তীর স্বামী রাম প্রসাদ চক্রবর্তী বাদি হয়ে মামলা করেন। ২২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে দেশে ইসলাম প্রচার করলে হতে পারে মৃত্যুদণ্ড
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, প্রাইভেটকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ
কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত