লাকসামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার লাকসামে নিখোঁজ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম পারুল আক্তার (৪৫)।
রোববার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।
জানা যায়, লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের আসরা মোল্লা বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত পারুল আক্তার একই এলাকার আবুল হাশেমের স্ত্রী।
নিহতের ছেলে ফরিদ বলেন, রোববার ভোরে মাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টার দিকে ঘরের পেছনে গিয়ে একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো মায়ের লাশ দেখতে পাই। যে পরিস্থিতিতে মাকে দেখেছি এতে আত্মহত্যার কোনো আলামত বোঝা যায়নি। ওনার চোখ, মুখ স্বাভাবিক। সঠিক তদন্ত করে হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
এ বিষয়ে লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারবো এটি হত্যা নাকি আত্মহত্যা।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন