• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩
রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ওই চরমপ‌ন্থী নেতার নাম সুশীল কুমার সরকার। ‌তিনি উপ‌জেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

পু‌লিশ জানায়, কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ডেকে পাশে নিয়ে এলোপাতাড়ি কু‌পি‌য়ে ও গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছোট ভাই সুনীল সরকার বলেন, গোয়ালন্দ থেকে যাত্রী নিয়ে তিনি কাটাখালী বাজারে যাচ্ছিলেন। পথে খবর পান বড় ভাইকে সন্ত্রাসীরা গুলি করেছে। খবর পেয়ে দ্রুত যাত্রী নামিয়ে কাটাখালী বাজারে ছুটে যান। এসে দেখেন বাজারের ইমদাদুলের চায়ের দোকানের পাশে রাস্তার ঢালে রক্তাক্ত জখম অবস্থায় কাতরাচ্ছেন তিনি। বাজারের সব দোকানপাট বন্ধ। দু-চারজন থাকলেও কেউ এগিয়ে আসেননি। এক যাত্রীর সহায়তায় ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেন। তিনি বলেন, ভাই বিয়ে করেননি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির (লাল পতাকা) সঙ্গে যুক্ত ছিলেন। এখন কিছুই করতেন না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, সুশীল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা আছে। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধে তিনি নিহত হয়েছেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং বাঁ পাঁজরের পেছনের দিকে ছিদ্র দেখা গেছে। ফরেনসিক প্রতিবেদনের পর গুলি কি না, নিশ্চিত হওয়া যাবে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি
৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১