• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

৪০০ মোটরসাইকেল নিয়ে গণঅধিকার পরিষদের শোভাযাত্রা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮
ছবি: সংগৃহীত

নিবন্ধন পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে ৪০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে গণঅধিকার পরিষদ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাইপাস এলাকা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ শোভাযাত্রাটি বের করেন। শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, কোনাবাড়িসহ বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যাত্রাবিন্দুতে এসে মিলিত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অথচ এ দেশের অনেক গরীব মানুষ টাকার অভাবে ইলিশ মাছ খেতে পারে না। এমনটা হওয়ার কথা ছিল না। এ অবস্থা শেখ হাসিনার আমলে ছিল। এই সরকারের আমলে এটা প্রত্যাশা করিনি।

পাঠান আজাহার আরও বলেন, যারা ঢাকা ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

এ সময় গণঅধিকার পরিষদের গাজীপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব নৌ-দিবস উপলক্ষে শোভাযাত্রা
মোটরসাইকেল শোভাযাত্রা, খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি
জন্মাষ্টমীর শোভাযাত্রা: সড়কে যা যা মানতে হবে
নওগাঁয় বিএনপির শোভাযাত্রা