• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসাইন (৪২) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর সদরের কসাই খানার (গরু জবাইয়ের স্থান) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার ছেলে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনোয়ার হোসাইন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে সীতাকুণ্ড সদরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদর এলাকার কসাইখানার সামনে পৌঁছালে তাকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিহত মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
বায়ুদূষণে রাজধানীবাসীর দুর্ভোগ, ডেঙ্গুতে মৃত্যুর লম্বা সারি