সাজেক থেকে হেলিকপ্টারে ফিরছেন পর্যটকরা
বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়েছেন ১৫শ’ পর্যটক। খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালির মধ্য সৃষ্ট বিশৃঙ্খলায় ও পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে পর্যটকরা এই সমস্যায় পড়েন।
রোববার (২৩ সেপ্টেম্বর) প্রায় অর্ধশতাধিক পর্যটক হেলিকপ্টারযোগে সাজেক ছেড়েছেন। এ জন্য রিসোর্ট কটেজ মালিকদের পক্ষ থেকে তাদের থাকার জন্যে দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
এ ছাড়াও অবরোধের কারণে পর্যটন এলাকায় দেখা দিয়েছে, খাবার পানি, গ্যাস ও খাদ্য সংকট।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার বলেন, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ হতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারযোগে সকালে নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিকেলে অবরোধ শিথিল করার কথা রয়েছে। আর অবরোধ শিথিল করা হলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে যান চলাচল শুরু হবে। পর্যটক সকলেই যার যার গন্তব্যে যেতে পারবে বলে আশা করছি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন