• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ইটনা হাওরে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৩
ইটনা হাওরে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা হাওরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার বিকেলে ইটনা সদর হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে ইটনা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস।

অভিযানে হাওর থেকে ৩২শ’ মিটার দৈর্ঘ্যে ৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়; যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ সময় কোনো জেলেকে পাওয়া যায়নি।

অভিযানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. কামাল, ইটনা থানার এ এস আই মো. বাবুল হোসেনসহ সেনাবাহিনীর এবং পুলিশ সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস বলেন, হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ এবং মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নের জন্য এ অভিযান চালানো হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে যৌথ অভিযানে লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
হাওরে নিষিদ্ধ জালে অবাধে মৎস্য নিধন
ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার মাঝি নিহত
আখাউড়ায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস