• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কলাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে, আহত ১৫

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১
কলাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে, আহত ১৫
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতেরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির সুপারভাইজার ও সহকারী পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইটালি পরিবহনটির বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে পড়ে যায়।

তবে যাত্রীরা বলছেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। সঙ্গে বেপরোয়া গতিতে গাড়িটি চালানোর কারণে নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক 
কলাপাড়ায় ৩ বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ
কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার
কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু