• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মানিকগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২
মানিকগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে আশরাফুল ইসলাম পলাশ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

নিহত পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই এবং এখানেই স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। প্রায় এক যুগ ধরে তিনি শ্বশুরবাড়ি থেকে সাভারের নবীনগর এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার বেউথা সেতুর নিচে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শোয়েব, সাকিনসহ আরও কয়েকজন। এরপর তারা আশরাফুল ইসলাম ওরফে পলাশকে কুপিয়ে আহত করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আহত পলাশকে সেখানে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। মারাত্মক আহত পলাশকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শোয়েব ও সাকিব পলাতক রয়েছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শোয়েব ও সাকিবসহ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার শেষে এ বছরেই নির্বাচন সম্ভব: আযম খান
পদ্মায় ধরা পড়ল ১১ কেজির বোয়াল, যত টাকায় বিক্রি
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক