• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কুতুবদিয়ায় বিপুল অস্ত্র উদ্ধার, সাবেক চেয়ারম্যানসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৪
কুতুবদিয়ায় বিপুল অস্ত্র উদ্ধার, সাবেক চেয়ারম্যানসহ আটক ২
ছবি : সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় সাবেক চেয়ারম্যানসহ দুজন আটক হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালী বাইঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার ভোর পর্যন্ত বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাবেক চেয়ারম্যানের বাড়ির লাকড়ি ঘরে তল্লাশি চালিয়ে এক টি পিস্তল, ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল, ৬টি দা, ৩টি শাবল, ৩টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলাহ (৫৬) ও তার প্রধান সহযোগী মো. কায়সারকে (৪৮) আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে দেড় শতাধিক ঘর পুড়ে ছাই, শিশু নিহত
‘আব্বা মারা যায়তাম তাড়াতাড়ি ট্যায়া দাও’, ভিডিও সম্পর্কে যা জানা গেল
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ