• ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১
logo

‘প্রভু হিসেবে নয় সৎ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি’

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০২
‘প্রভু হিসেবে নয় সৎ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি’
ছবি : আরটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিগত ১৭ বছর ধরে ভারত বিএনপির কোন কথা শোনেনি। যদি ভারত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি মেনে নেয় তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমঞ্জের একলাশপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, গেল ১৭ বছর শেখ হাসিনাকে যেভাবে তাদের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে ভারত, সেটি হলে আর মেনে নেওয়া হবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদসহ দলটির অঙ্গসংগঠনের নেতারা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
মোটরসাইকেল শোভাযাত্রা, খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
রাঙ্গামাটিতে জেলা বিএনপির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন