• ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১
logo

নবজাতককে দেখতে এসে ধরা পড়লেন ওয়াসিম হত্যার আসামি

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় জয়নাল উদ্দীন জাহেদ নামে এক আসামি গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ডবলমুরিং এলাকার মা ও শিশু হাসপাতালে কন্যা সন্তানকে দেখতে এসে স্থানীয় জনগণের হাতে আটক হয় জয়নাল। এরপর স্থানীয়রা তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইস উদ্দিন জানান, আমরা জনগণের সহায়তা তাকে গ্রেপ্তার করেছি মা ও শিশু হাসপাতাল থেকে। সে ওয়াসিম হত্যা মামলার ৪৬নং আসামি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্নিকাটের গাড়িবহরে হামলার আসামি সিয়াম গ্রেপ্তার
কক্সবাজার থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা
রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যা বললেন সমন্বয়ক উমামা
ঢাকার আদালতে হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে হত্যা মামলা