• ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১
logo

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৫
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় জনি পাশা (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সাহায্যকারী মামুন মিয়াকে আটক করা যায়নি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি চাপাইনবাগঞ্জ জেলার সোনাপুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে জনি পাশা (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি টহল দল ভারত সীমান্ত পিলার ২০২৪/৮ পিলার হতে ১০০ গজ অভ্যন্তরে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করার সময় জনি পাশাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি জানান, কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য স্থানীয় মামুন মিয়ার সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক জনি পাশাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ জব্দ, আটক ১
নেতারা আমাদের ভোগের পণ্য মনে করতেন: যুব মহিলা লীগ নেত্রী
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার