ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে শতাধিক আহত
ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নুরকালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বীরগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নুরকালামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ের সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি মীমাংসা হলেও এই ঘটনার জের ধরে সোমবার সকাল ৭টার দিকে উভয়পক্ষে লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়েন।
এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের গুরুতর আহতসহ শতাধিক লোক আহত হন।
আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. জাহিদুল হক।
পরবর্তীতে তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আরটিভি/এমকে
মন্তব্য করুন