• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৪
ছবি : আরটিভি

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি); যার আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী এলাকা সংলগ্ন সীমান্তবর্তী মুজাফফর মসজিদ নামক স্থান থেকে পিকআপসহ কাপড়গুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীন ফেনী ব্যাটালিয়নের বিওপির বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মুজাফফর মসজিদ নামক স্থানের পাকা রাস্তার ওপর একটি পিকআপ ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকটি থামানোর জন্য সংকেত দেয়। টহল দলকে দেখে চালক পিকআপ রেখে পালিয়ে যায়। এ সময় গাড়িটি তল্লাশি করে ভারতীয় থান কাপড়ের ২০টি গাইট উদ্ধার ও পিকআপ জব্দ করা হয়।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত কাপড়গুলো ফেনী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনী পৌরসভার একটি কলোনিতে অগ্নিকাণ্ড  
তিন লাখ টাকা চাঁদা দাবি, ফেনীর বহিষ্কৃত সহ-সমন্বয়ক শুভ গ্রেপ্তার
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
নানার বাড়িতে এসে গর্তে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের