• ঢাকা বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১
logo

সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০১
সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন
ছবি : আরটিভি

পার্বত্য জেলার সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ সিদ্ধান্তের বিষয়টি জানান।

তিনি বলেন, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।

এর আগে গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। দীঘিনালার এ সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়। গত শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধে কারণে আটকা পড়েন দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ-পানি ও খাদ্য সঙ্কটে পড়ে পর্যটকরা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়িতে অপহরণকারীদের কবলে ৩ পর্যটক, পুলিশি তৎপরতায় রক্ষা
সাজেকে আটকেপড়া পর্যটকরা ফিরছেন
সাজেক থেকে হেলিকপ্টারে ফিরছেন পর্যটকরা
কিশোরগঞ্জে পর্যটকবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১