• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুড়িগ্রামের উলিপু‌রে বজ্রপা‌তে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩২
কুড়িগ্রামের উলিপু‌রে বজ্রপা‌তে ২ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলায় বজ্রপা‌তে কাজলী আক্তার এবং জামাল উদ্দিন না‌মে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বি‌কেলে উপজেলার সাহেবের আলগা ইউনিয়‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন সাহেবের আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফ্ফর হো‌সেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বি‌কে‌লে বৃ‌ষ্টির সঙ্গে ওই ইউনিয়‌নের ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরে আব্দুল কা‌দেরের মেয়ে কাজলী আক্তার (১০) গরু আন‌তে যায়। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তে কাজলী আক্তার ও তা‌দের গরু‌টি মারা যায়। একই সঙ্গে একই ইউনিয়নের চর জাহা‌জের আলগা চ‌রের ওমেদ আলীর ছে‌লে গরু নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে জামাল উদ্দিন (৫০) না‌মে এক কৃষ‌ক মারা যান।

এ ব্যাপারে আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফ্ফর হো‌সেন বলেন, ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরে দুজন বজ্রপাতের আঘাতে মারা গেছেন।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রাম সদরে রতন, উলিপুরে সাজু, রাজারহাটে বাপ্পি নির্বাচিত
উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 
জমি নিয়ে বিরোধ, নিহত ১