টাঙ্গাইলে আওয়ামী লীগের ৪ কাউন্সিলরকে গণপিটুনি
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার আওয়ামী লীগের ৪ কাউন্সিলরকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ভবন গেটের সামনে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার কাউন্সিলররা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আল-আমিন ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জু। এদের মধ্যে কাউন্সিলর আল-আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আহত কাউন্সিলর আল-আমিন বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ারের সঙ্গে অফিসিয়ালি কাজের ব্যাপারে আমরা বেশ কয়েকজন কাউন্সিলর আলোচনা করছিলাম। আলোচনা শেষ করে পৌর চত্বরে আসলে হঠাৎ কয়েকজন লোক আমাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অন্যরা ভয়ে দৌঁড়ে চলে যান। বিষয়টি ভারপ্রাপ্ত ইউএনওকে জানানো হয়েছে।
এ ঘটনায় ভূঞাপুর পৌরসভার প্রকৌশলী সুকমল রায় বলেন, কাউন্সিলররা অফিসিয়াল কাজে পৌরসভায় আসছিলেন। পরে আলোচনা শেষে তারা চলে যাওয়ার পর পৌরসভার বাইরে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, এ ঘটনায় কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌরসভা প্রশাসক ফাহিমা বিনতে আখতার বলেন, হামলার বিষয়টি আহত কাউন্সিলররা আমাকে জানিয়েছেন। তাদেরকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
আরটিভি/এমকে/এসএ
মন্তব্য করুন