• ঢাকা বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১
logo

সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ), আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩১
সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরান ও শাহ আলী নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টহলদল।

পরে পুলিশের টহলদলসহ তাদের নিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

সোনারগাঁও থানার ওসি এম এ বারী গণমাধ্যমকে বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এ সময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। ডাকা দল দৌড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁও থানার এসআই সাহাদাতের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পরে সেনা সদস্যরা অস্ত্রসহ দুই ডাকাতকে সোনারগাঁও থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার এসআই মো. সাহাদাত বাদি হয়ে ২ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করেন।

এলাকাবাসী জানায়, তাদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির আরও অভিযোগ রয়েছে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ
মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া
সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়: ফখরুল
কেন্দুয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক