শখের বশে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরায় দলুয়া নদীতে শখের বশে মাছ ধরতে গিয়ে অভিলাষ ঢালী ওরফে উদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ওসি মো. হাফিজুর রহমান।
নিহত যুবক পাকশিয়া গ্রামের পরিতোষ ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতের ভাই স্বপন ঢালী বলেন, মঙ্গলবার সকালে আমার ভাই মাছ ধরতে গিয়ে বেলা ১১টার পর হঠাৎ নিখোঁজ হয়। তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নদীতে অভিযান চালিয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ওই যুবক দলুয়া নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে জাল হারিয়ে যাওয়ায় জাল খোঁজ করার জন্য নদীতে ঝাঁপ দেন। পরে পানি থেকে না উঠায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন বেলা সাড়ে ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন