• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুজনই নিখোঁজ

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৯
মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুজনই নিখোঁজ
ছবি : সংগৃহীত

শিশুকন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবা-মেয়ে দুজনই।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয়ের আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ বাবা ও মেয়ে হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।

মহিদুর পেশায় ব্যবসায়ী আর তার মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে বাড়ির পাশে বারাহিরচর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি প্রবেশ করে রাফা পানির নিচে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হয়। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচাস্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, বাবা ও মেয়ে নিখোঁজের ঘটনায় আমরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা
সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা
মেয়ে ও এপিএসসহ আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
শাকিবের দিন দিন সুন্দর হওয়াটা মেয়েদের জন্য চাপের: শ্রাবন্তী